ভারতে ডালপালা ছড়াচ্ছে আইসিস! সরকারের প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাও, বাড়ছে উদ্বেগ
বিশ্বের সব থেকে ভয়ানক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আগেই দাবি করেছিল, ভারতে তারা শক্তি বৃদ্ধি করেছে। আর এবার সেই দাবি সত্যি বলে মেনে নিল কেন্দ্রীয় সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, উদ্বেগজনকভাবে আইসিসে ভারতীয়দের যোগদান বাড়ছে। ইতিমধ্যে আইসিসের সঙ্গে জড়িত থাকায় ১২২ জন ভারতীয়কে গ্রেফতার করেছে এনআইএ।
ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি আরও ১৭ জনের আইসিসে যোগদানের প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সরকারর তরফে কয়েকটি রাজ্যের নাম জানানো হয়েছে। এই রাজ্যগুলিতে আইসিস জঙ্গি সংগঠনে যোগদানের সংখ্যা সব থেকে বেশি। আর এই তালিকায় রয়েছে বাংলার নাম।
কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর থেকে অনেকেই আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে জানিয়েছে সরকারি রিপোর্ট।
সরকারের তরফে জানানো হয়েছে, মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লোকজনের সঙ্গে যোগাযোগ করছে আইসিস। এছাড়া বহু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনও ভারত থেকে রিক্রুট করার চেষ্টা করছে বলে জানানো হয়েছে।