Severe Heatwave in Delhi: শুকিয়ে কাঠ দেশ! দহনে মৃত্যু ১৫! `মেঘ দে পানি দে`র আর্তিতেই মিশল আর্তনাদ...

Soumitra Sen Wed, 19 Jun 2024-2:10 pm,

দিল্লি-নয়ডা সন্নিহিত অঞ্চলে যা চলছে তা সহ্যের সীমার বাইরে! 

গোটা জুন জুড়েই তাপপ্রবাহে পুড়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গুজরাট, মধ্য়প্রদেশ-সহ একাধিক রাজ্য। এই সব জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে।

এখন সারা দেশ যখন বর্ষার দিকে আকুল আগ্রহে চেয়ে রয়েছে তখনই ফের তাপপ্রবাহের বলি হলেন ১৫ জন! 

গত ৭২ ঘণ্টায় দিল্লি-নয়ডার পরিস্থিতি সব চেয়ে সঙ্গিন হয়ে পড়েছে। 

হিটওয়েভে আক্রান্ত হয়েছেন মূলত ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরাই। হিটস্ট্রোক হচ্ছে তাঁদের যাঁরা শ্রমিক, বা পেশার কারণে যাঁরা সারাদিন রোদের মধ্যে থাকতে বাধ্য হন, যেমন রিকশাচালক, ফেরিওয়ালা। 

দিল্লি-নয়ডার হাসপাতালগুলি থেকেও হিটওয়েভে আক্রান্তদের খবরই বেশি আসছে গত তিন দিন ধরে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link