৬ মাস যেতে না যেতেই ফাটল দক্ষিণেশ্বর স্কাইওয়াকে, শঙ্কায় ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদন: ছয় মাসও কাটেনি। তার আগেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দক্ষিণশ্বরের স্কাইওয়াকে ধরল ফাটল।
গতবছর দক্ষিণশ্বরের ভবতারিণী মন্দিরের ভক্তদের জন্য স্কাইওয়াকের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা।
২০১৬ সালে ৩৪০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়েছিল। উদ্বোধনের ৬ মাস কাটতে না কাটতেই উঠে এল মেঝের একাংশের টালি।
সকালে স্থানীয়রা দেখতে পান, মেঝের একাংশ ফুলে উঠেছে। উঠে এসেছে মেঝেতে পাতা টালি। এরপরই ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়।
এর আগেও মেঝের একাংশ ধসে গিয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছন পূর্ত দফতরের আধিকারিকরা। তাঁরা গিয়ে টালি তুলে জায়গাটি দেখেন। কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
স্কাইওয়াকেই ১৩৭ দোকান খুলে দিয়েছে রাজ্য সরকার। ব্যবসায়ীরা তাই আশঙ্কায় ভুগছেন।