অফলাইনে পঠনপাঠনের দাবিতে বিক্ষোভ SFI-র, যাদবপুরের রাস্তায় প্রতীকী ক্লাস
নিজস্ব প্রতিবেদন: রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট কার্ফু। দিনের বাকি সময়টা বিধিনিষেধের গেরো থেকে কার্যত মুক্তি। ফের খুলেছে সরকারি-বেসরকারি অফিস, এমনকী বার-রেস্তোরাঁ-ও। তাহলে স্কুল-কলেজ কেন বন্ধ থাকবে? অফলাইনে ক্লাসের দাবিতে যাদবপুরে বিক্ষোভ দেখাল SFI। রাস্তায় বেঞ্চ পেতে চলল প্রতীকী ক্লাস।
পুজো পর্যন্ত আপাতত স্কুল-কলেজ খুলছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা করছে সরকার।
শহরে যখন আঠেরো বছরের বেশি বয়সীদের টিকাকরণ কর্মসূচি চলছে পুরোদমে, তখন করোনা আবহে শিকেয় উঠেছে পঠন-পাঠন। অনলাইনে বাড়িতে বসে ক্লাস করছে পড়ুয়ারা।
এভাবে আর কতদিন! অনলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। স্কুল কিংবা কলেজের ল্য়াবরেটরি ব্যবহার করতে পারছেন না পড়ুয়ারা।
রাজ্যে অফলাইনে অর্থাত্ স্কুল-কলেজে ক্লাস চালুর দাবিতে পথে নামল SFI। অভিনব কায়দায় বিক্ষোভ চলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে।
রাস্তায় বেঞ্চ-টেবিল-চেয়ার পেতে 'ক্লাস' নিলেন নন্দিনী চট্টোপাধ্যায়। পেগাসাস ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। সেই বিষয় বিক্ষোভকারীদের পড়ালেন তিনি।
দিন কয়েক আগে অফলাইনে ক্লাস চালুর দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় DSO।