অসমে বাংলা গান গাওয়ায় হামলা শানের উপর!
রবিবার অসমের সারুসাজাই স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালীন শানের উপর হামলা চালানো হয় বলে খবর
রবিবার রাতের এই ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে
বাংলা গান শুরু করার পর, শানের দিকে কাগজের বল ছোড়া হলে তিনি বলেন, গোটা দেশের চেয়ে অসম আলাদা নয়। তাই যাঁরা এই ধরনের আচরণ করছেন, তাঁদের মনে রাখা উচিত যে অসমও ভারতবর্ষেরই অঙ্গ
অসমের ঘটনা নিয়ে সোশ্যাল সাইটগুলিতেও জোর শোরগোল শুরু হয়
গায়ে জ্বর নিয়ে স্টেডিয়ামে ওঠার পরও যদি এই ধরনের ব্যবহার করা হয়, তাহলে আর গান গাইতে তিনি পারবেন না বলেও স্পষ্ট জানান শান
সারুসাজাই স্টেডিয়ামে বাংলা গান শুরু করার পরই শানকে লক্ষ্য করে কাগজের বল ছোড়া হয় বলে অভিযোগ
'গায়ে জ্বর নিয়ে ওষুধ খেয়ে মঞ্চে উঠেছি শুধু আপনাদের জন্য' হামলার পর এমনই মন্তব্য করেন গায়ক
শিল্পীদের সম্মান দিতে শিখুন, গান থামিয়ে ফুঁসে ওঠেন শান
শিল্পীদের সঙ্গে কোনও রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলবেন না, গান থামিয়ে এমনই মন্তব্য করেন বলিউডের জনপ্রিয় বাঙালি গায়ক
অসমে নাগরিক পঞ্জিকরণশুরু হওয়ার পরই, শানের বিরুদ্ধে এই হামলা বলে মনে করছে বিভিন্ন মহল
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে