Viral Photo| Shah Rukh Khan| Deepika Padukone: দীপিকার সঙ্গে ‘বেশরম’ শাহরুখ, স্পেনের সমুদ্র সৈকতে প্রেমে মত্ত যুগলে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের পর্দায় জুটি বাঁধছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান।
পাঠান ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও দীপিকাকে, তা সকলেরই জানা।
সোমবার সকালেই মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান ‘বেশরম’।
মুক্তির ৫ ঘণ্টার মধ্যে এই গান শুধুমাত্র ইউটিউবে দেখে ফেলেছেন ৪ মিলিয়ন।
টুইটারে ট্রেন্ডিং ওয়ান এই শাহরুখ দীপিকার ‘বেশরম’।
বিশাল শেখরের মিউজিকে এই গানটি গেয়েছেন বিশাল-শেখর, শিল্পা রাও ও কারালিসা মন্টেইরো।
সমুদ্র সৈকতে বিকিনি মনোকিনিতে ঝড় তুলেছেন দীপিকা।
একা দীপিকা নন, সিক্স প্যাকে নজর কাড়লেন শাহরুখও।
লম্বা চুল, চোখে সানগ্লাস, মাথায় টুপি, ট্যাঙ্গোর তালে ঝড় তোলেন শাহরুখ-দীপিকা।
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’।