`ভারতবর্ষের মানুষ আমার পরিবার`, এই বিশ্বাসে করোনা যুদ্ধে সাহায্যের ঝুলি হাতে শাহরুখ

Fri, 03 Apr 2020-1:26 pm,

করোনা যুদ্ধে এবার সামিল বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর বিভিন্ন সংস্থা, যেমন মীর ফাউন্ডেশন, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স ৭ দফ কর্মসূচি নিয়ে করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ-গৌরী, জুহি চাওলা ও জয় মেহতা মিলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবে। 

শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট মহারাষ্ট্র সরকারের জরুরিকালীন ত্রাণতহবিলে অর্থ সাহায্য করবে।

শাহরুখের মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলিতভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় ৫০ হাজার PPP কিট দেবে। পাশাপাশি সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। 

শাহরুখের মীর ফাউন্ডেশন, আর্থ ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে অন্তত ১ মাসের জন্য মুম্বইয়ের সাড়ে ৫ হাজার পরিবারের খাবারের সমস্ত দায়িত্ব নেবে। পাশাপাশি প্রতিদিনের তৈরি টাটকা খাবার বিভিন্ন সাহায্যপ্রার্থী মানুষ ও হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া হবে। 

রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে শাহরুখের মীর ফাউন্ডেশন করোনার প্রকোপে আর্থিকভাবে অসহায়, মানুষ ও মজুরদের সাহায্য করবে। ৩ লক্ষ মানুষের জন্য খাবারের প্যাকেট এবং ১০ হাজার মানুষের একমাসের খাবারের সমস্ত ব্যবস্থা করবে।

ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে হাত মিলিয়ে শাহরুখের মীর ফাউন্ডেশন দিল্লির সমস্ত দৈনিক রোজগেরে শ্রমিকদের ১ মাসের জন্য মুদিখানা সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস দেবে।

 পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের ১০০-রও অ্যাসিড আক্রান্তের পরিবারকে  শাহরুখ-এর মীর ফাউন্ডেশনের তরফে ১ মাসের জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link