২১-এ পা শাহরুখ-মহিমার `পরদেশ`-এর
১৯৯৭ সালে মুক্তি পায় শাহরুখ-মহিমা অভিনীত 'পরদেশ' ছবিটি। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দেয়।
'পরদেশ'ই ছিল মহিমা চৌধুরীর ডেবিউ মুভি। আর নিজের প্রথম ছবিতেই দর্শকদের মন কেড়ে নেন মহিমা।
শাহরুখ, মহিমা ছাড়াও এই ছবিতে নজর কাড়েন অমরিশ পুরী, অলোকনাথ, অপুর্ব অগ্নিহোত্রীর মত অভিনেতারা।
এখনও পরদেশের কথা মনে পরলেই মনে পরে জনপ্রিয় সেই গানগুলি।
ছবির আই লাভ মাই ইন্ডিয়া, মেরি মেহেবুবা, ইয়ে দিল দিওয়ানা গান গুলি আজও আমাদের নস্টালজিক করে তোলে।
শোনা যায় 'পরদেশ'-এ গঙ্গার চরিত্রে প্রথমে জুহি চাওলাকে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষপর্যন্ত মহিমা চৌধুরীতে মুগ্ধ হয় পরিচালক সুভাষ ঘাই। তাঁকে এই ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এই ছবিতে শাহরুখ,-মহিমার বন্ধুত্ব ও প্রেম দর্শকদের মন কেড়ে নেয়।
'পরদেশ' ছবিটিতে মন জয় করে শাহরুখ-মহিমার রসায়ন।
পরদেশের অন্যতম দুটি চরিত্রে অমরিশ পুরী ও অলোকনাথের ভূমিকাও দর্শকদের মনে ছাপ ফেলে।
আজ 'পরদেশ' ছবিটি মুক্তির ২১ বছর পূর্তি হল।