Shah Rukh Khan | Pathaan: বিজেপি নেতার কথা রাখলেন শাহরুখ! মেয়ে সুহানাকে পাশে নিয়েই দেখলেন ‘পাঠান’...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঠান ছবিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন কিছুদিন আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা গিরীশ গৌতম বলেছিলেন, ‘শাহরুখের মেয়ের সঙ্গে বসে এই ছবি দেখা উচিত। আর সেই ছবি আপলোড করে জানান দেওয়া উচিত যে তিনি মেয়ের সঙ্গে বসে এই ছবি দেখছেন।’
সোমবার সেই বিজেপি নেতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন বা বলা ভালো কথা রাখলেন শাহরুখ।
সোমবার বিকালে মেয়ে সুহানাকে পাশে নিয়ে যশরাজ স্টুডিয়োতে পাঠান দেখলেন শাহরুখ।
শুধু সুহানাই নয়, এদিন পাঠান দেখতে হাজির ছিলেন আরিয়ান খান ও গৌরী খানও।
মেয়ের সঙ্গে ম্যাচিং করে এদিন শাহরুখ পরেছিলেন ক্রিম কালারের টিশার্ট ও সুহানা পরেছিলেন ক্রিম কালারের হুডি।