লকডাউন! চিকিত্সার জন্য স্ত্রীকে কলকাতায় নিয়ে আসতে পারছেন না ভারতীয় দলের স্পিনার
করোনার প্রকোপ কমাতে সারা দেশে চলছে লকডাউন। যোগাযোগ ব্যবস্থা নেই। এমন অবস্থায় মহাবিপদে পড়েছে্ন ভারতীয় দলের স্পিনার শাহবাজ নাদিম। অসুস্থ স্ত্রীকে চিকিত্সার জন্য কলকাতায় নিয়ে আসতে পারছেন না তিনি।
ধানবাদে আটকে রয়েছেন শাহবাজ। স্থানীয় প্রশাসনকে স্ত্রীর অসুস্থতার কথা বুঝিয়ে উঠতে পারছেন না। গত কয়েক মাস ধরে লিভারের সমস্যায় ভুগছেন শাহবাজের স্ত্রী। তাঁর স্ত্রীর ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। সেই জন্য কলকাতায় চিকিত্সার জন্য আনতে চেয়েছিলেন স্ত্রীকে। কিন্তু স্থানীয় প্রশাসন তাঁকে বাধা দিয়েছে।
শাহবাগ নাদিম এবার পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য প্রার্থনা করেছেন। লকডাউনের আগে স্ত্রীর সঙ্গে ধানবাদে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শাহবাজ। তাঁর স্ত্রী গত ৪—৫ মাস ধরে লিভারের সমস্যায় ভুগছেন।
শাহবাজ নাদিমের ছোটবেলার কোচ এসএ রহমান জানিয়েছেন, নাদিমকে বাংলায় ঢুকতেই দেওয়া হয়নি। পুলিশ সব কথা শোনার পরও যাওয়ার অনুমতি দেয়নি। পুলিশ এটিকে জরুরি প্রয়োজন হিসেবে গণ্য করছে না।
কিছুদিন আগে লকডাউনের সময় স্থানীয় বস্তিতে অন্তত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সাহায্য করেছিলেন শাহবাজ। আর এবার জরুরি অবস্থায় তিনিই সমস্যায় পড়েছেন।