রোজগার বন্ধ, চলছে না সংসার, অসময়ে ৪০ জন নৃত্যশিল্পীর পরিবারের দায়িত্ব নিলেন শাহিদ কাপুর
লকডাউনের জেরে রোজগার বন্ধ বেশ কয়েক মাস ধরে। কবে থেকে শ্যুটিং শুরু হবে কিংবা শুরু হলেও, তাঁরা কাজ পাবেন কি না, তার কোনও নিরাপত্তা নেই। এই অবস্থায় বিভিন্ন সময়ের সহশিল্পীদের দায়িত্ব নিলেন শাহিদ কাপুর
ইস্ক ভিস্ক দিয়ে শাহিদ কাপুর যখন বলিউডে কেরিয়ার শুরু করেন, তাঁর সঙ্গে যে নৃত্যশিল্পীরা ছিলেন (ব্যাকরাউন্ড ডান্সার) তাঁদের অ্যাকাউন্টে অর্থ জমা করছেন শাহিদ। ইস্ক ভিস্কের ১৭ বছর পর এখনও পর্যন্ত পুরনো সহকর্মীদের মনে রেখে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন পঙ্কজ কাপুর-পুত্র
ইস্ক ভিস্কের পাশাপাশি ধাতিং নাচ, শানদার, আগাল বগল-সহ জনপ্রিয় ট্র্যাকে শাহিদের সঙ্গে এই সব শিল্পীদের দেখা যায়। এবার এই ধরনের ৪০ জনের অ্যাকাউন্টে অর্থ জমা করতে শুরু করেছেন শাহিদ
জানা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কোর ট্রুপের ২০ জন এবং আহমেদ খানের গ্রুপের ২০ জন শিল্পীর দায়িত্ব নিয়েছেন শাহিদ
শুধু তাই নয়, আগামী ২-৩ মাস পর্যন্ত অর্থাত যতদিন পর্যন্ত আবার নতুন করে এই ৪০ জন কাজ না পান, ততদিন তাঁদের পরিবারের দায়িত্বও শাহিদ নিয়েছেন বলে খবর