পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল শাহিদ-মীরার পুত্র সন্তানের প্রথম ছবি
বুধবার রাতে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে জেনের জন্ম দেন মীর। এরপর আজ, শুক্রবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মীরা।
শাহিদ লেখেন, '' জেন কাপুর আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে। আমাদের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমি ও মীরা ভীষণ খুশি।''
জানা যাচ্ছে, জেন একটি আরবি শব্দ। যার অর্থ হল 'উজ্জ্বল ও সুন্দর'।
বাড়ি ফেরার সময় মীরাকে কোলে নিয়ে পাপারাৎজির ক্যামেরা বন্দি হন মীরা। বেশ খোশ মেজাজেই দেখা যায় শাহিদপত্নীকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নাড়েন তিনি।
অন্যদিকে শাহিদের কোলে দেখা যায় মিশা কাপুরকে।
দিন মীরাকে হাসপাতাল থেকে আনতে পৌঁছেছিলেন মীরা রাজপুতের বোন প্রিয়া রাজপুত তাঁর সঙ্গে ছিল তাঁর মেয়ে। প্রিয়া রাজপুতকেও দেখতে অবিকল মীরার মতোই।
হাসপাতাল থেকে মীরাকে বাড়ি নিয়ে আসার পুরো সময় মিশাকে কাছে কাছে রেখেছেন তাঁর দেখাশোনা করেছেন শাহিদই। প্রতি মুহূর্তে মিশাকে আগলে রাখেন তিনি।
জেন কাপুরকে দেখতে যান শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর ও তাঁর বর্তমান স্ত্রী ও মেয়ে।