দাদাগিরি! খেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে সৌরভকে অভিনন্দন শাহরুখ খানের
ইডেনে এদিন তিনি ছিলেন না। কিন্তু অনেক সময় না থেকেও যে অস্তিত্বের জানান দেওয়া যায়, তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান। ইডেনে দিল্লির কাছে হারের পরও বিপক্ষ দলের প্রতি সৌহার্দ্য প্রদর্শন করে গেলেন কেকেআর-এর মালিক।
কলকাতা-দিল্লি ম্যাচ শেষের পর আলোচনায় চলে এলেন শাহরুখ খান। খেলোয়াড়ি মানিসকতার জন্য। হারের পরও তিনি স্পোর্টসম্যানশিপ দেখিয়ে গেলেন।
শাহরুখ খান টুইটে লিখলেন, শুভমন এবং রাসেল আবারও দারুণ খেলে গেল। দল এক দিন হারতেই পারে। তবে আজ আমাদের খেলায় সেই প্রাণটা ছিল না। বিশেষ করে বোলিংয়ে। এটা দুঃখের। তবে এই ম্যাচটায় একমাত্র ইতিবাচক দিক, ইডেনে আমাদের দাদার জয় হল। অভিনন্দন দিল্লি।
৬৩ বলে ৯৭ রানের ইনিংস খেলে গেলেন দিল্লির শিখর ধাওয়ান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শেই কি এমন ইনিংস খেললেন গব্বর! ম্যাচের আগেরদিন নেটের পিছনে দাঁড়িয়ে শিখরকে সৌরভ বারবার বলছিলেন, ফিল্ডিংয়ের ফাঁক খুজে বের করো সবার আগে। শিখর যেন সেই কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে ব্যাটিং করছিলেন। শট খেলছিলেন গ্যাপ খুঁজে।
শিখরের এমন ইনিংস দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, নিজের চেনা ছন্দে খেলল শিখর। এটাই ওর স্বাভাবিক ক্রিকেট। সেট হয়ে যাওয়ার পর যেভাবে খেলা উচিত, ও সেভাবেই খেলল।