জন্মদিনে শর্মিলা, জানুন অভিনেত্রীর সিনেমা জীবনের নানা গল্প
'কাশ্মির কি কলি'-তে শাম্মি কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। এই সিনেমাকে ভারতীয় সিনেমার অন্যতম 'মাইলস্টোন' হিসেবে দাবি করেন ফিল্ম ক্রিটিকদের অনেকেই
'চুপকে চুপকে'-তে ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর, ইন্ডিয়ান ক্লাসিকস-এর মধ্যে অন্যতম শর্মিলার এই সিনেমা
'মৌসম'-এ বেশ সাহসী চরিত্রে দেখা যায় শর্মিলা ঠাকুরকে
'সত্যকাম'-এ ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। এই সিনেমা জাতীয় পুরস্কারের পাশাপাশি ফিল্মফেয়ারেও সম্মানিত হয়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'হিংয়ের কচুরি' অবলম্বনে তৈরি হয়েছিল 'অমর প্রেম'। ১৯৭২ সালে ওই সিনেমা তৈরি করেন পরিচালক শক্তি সামন্ত। এই সিনেমায় রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর
আরাধনায় রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। বিয়ের আগে অন্তস্বত্তা হয়ে পড়েছিলেন এই সিনেমার নায়িকা। যা তত্কালীন সময়ের সমস্ত 'স্টিরিওটাইপ' ধরনা ভেঙে দিয়েছিল
'অপুর সংসার'-এ শর্মিলা ঠাকুর। ওই সিনেমা দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় ঠাকুর পরিবারের মেয়ের
'ওয়াক্ত' সিনেমায় শর্মিলা ঠাকুর। তাঁর সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন টাইগার পতৌদির স্ত্রী