IND vs BNG: বাংলাদেশের `নিহন্তা`কে নায়ক সম্বোধন শশীর! নীল-সম্মানে ভূমিপুত্রকে কুর্নিশ কং নেতার
দুই ম্য়াচের টেস্ট সিরিজের পর তিন ম্য়াচের টি-২০ সিরিজেও বাংলাদেশকে বলে বলে চুনকাম করেছে ভারত। গত ১২ অক্টোবর ছিল সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ আই ম্য়াচ। আর এই ম্য়াচে বাংলাদেশের উপর রোডরোলার চালিয়েছিল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ভারত প্রথমে ব্য়াট করে তুলেছিল ৬ উইকেটে ২৯৭ রান। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানে গুটিয়ে যান নাজমুল হোসেন শান্তরা। ভারত জেতে ১৩৩ রানে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সব নজর কেড়ে নিয়েছিলেন সঞ্জু স্য়ামসন।
সঞ্জু ওপেন করতে নেমে ৭৪ মিনিট ক্রিজে ছিলেন। ১১ চার ও ৮ ছয়ে ৪৭ বলে ১১১ রান করেছিলেন ২৩৬.১৭-এর স্ট্রাইক রেটে। ৪০ বলে চলে এসেছিল সঞ্জুর তিন অঙ্কের রান। রোহিত শর্মার (৩৫ বলে ১০০) পর সঞ্জু (৪০ বলে ১০০) টি-২০আই-তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে দ্বিতীয়-সর্বাধিক দ্বিতীয় উইকেট পার্টনারশিপ গড়েছিলেন সূর্যকুমার এবং সঞ্জু! ৭০ বলে সূর্য-স্য়ামসন তুলেছিলেন ১৭৩ রান।
বিগত এক বছর ধরে কংগ্রেস সাংসদ, শশী থারুর ভারতের একজন ক্রিকেটারের হয়েই গলা ফাটাচ্ছেন, তিনি সঞ্জুই। সঞ্জু দল থেকে বাদ পড়লেও শশী বারবার গলা ফাটিয়েছেন। একদম ছোট্ট বয়স থেকে সঞ্জুকে চেনেন শশী। তৃতীয় টি-২০ না-দেখার আক্ষেপ থেকে শশী লিখেছিলেন, আমি নির্বাচনী এলাকায় একের পর এক ব্যস্ততার মধ্যে ছোটার কারণেই সঞ্জুর দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পারিনি। এ আমার দুর্ভাগ্য়। যদি আমি এটা লাইভ দেখতে পারতাম! আমি সবসময় জানতাম যে, এটা ও করতে পারে। আমি ওর অসাধারণ পারফরম্যান্সে গর্বিত। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে সঞ্জু টি-টোয়েন্টি সেঞ্চুরি করল। ভারতের হয়ে খেলা অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও। সঞ্জু তুমি এভাবেই এগিয়ে যাও।'
সঞ্জু তিরুঅনন্তপুরমে ফিরতেই শশী তাঁকে সংবর্ধনা জানান। শশী নিজের কার্যালয়ে সঞ্জুকে ডেকে নীল শাল পরিয়ে দেন। দক্ষিণ ভারতে যা পোন্নাড়া নামে পরিচিত। সেখানকার ঐতিহ্য়ের সঙ্গে জড়িয়ে এই শাল। শশী লেখেন, 'সেঞ্চুরিকারী সঞ্জু তিরুঅনন্তপুরমে ফিরে এসেছে। ওকে নায়কের মতো স্বাগত জানিয়ে আনন্দ পেয়েছি। সঞ্জুর জন্য উপযুক্ত ভারতের রঙে একটি পোন্নাড়া পেয়েছি।'
বাংলাদেশের বিরুদ্ধে সঞ্জুকে ওপেনার হিসেবে দেখা গিয়েছে। রাজস্থান রয়্যালসের নেতা সাধারণত মিডল অর্ডারে খেলেন। সঞ্জু জানিয়েছেন যে, সিরিজ শুরুর তিন সপ্তাহ আগে গৌতম গম্ভীর, অভিষেক নায়ার ও সূর্যকুমার যাদবের থিঙ্কট্য়াংক তাঁকে জানিয়ে দিয়েছিল যে, এবার ওপেন করতে হবে।