IPL 2020: দুবাইয়ে ধাওয়ান ধামাকা! পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে নজির `গব্বর`-এর
আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান।
আজ দুবাইয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন শিখর ধাওয়ান। তিনটি ছয় ও ১২ টি চারে সাজানো শিখরের সেঞ্চুরি ইনিংস।
আগের ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।
১৩ বছরের আইপিএল কেরিয়ারে এর আগে একটিও সেঞ্চুরি করেননি শিখর ধাওয়ান। এবারই পর পর দুটো আইপিএলের ম্যাচে দুটি সেঞ্চুরি করলেন গব্বর।
বিরাট কোহলি, ক্রিস গেইল, হাসিম আমলা, শেন ওয়াটসনের পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক মরশুমে অন্তত দুটি সেঞ্চুরি করলেন।