ICC World Cup 2019: ওভালে শতরান ধাওয়ানের! বিশ্বকাপে সচিন-সৌরভের পরেই শিখর
রবিবার ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ বলে ১১৭ রান করেন শিখর ধাওয়ান। ১৬টি চারে সাজানো শিখরের ইনিংস।
একদিনের ক্রিকেটে এটি শিখরের ১৭ তম শতরান।
এই নিয়ে বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করে ফেললেন শিখর ধাওয়ান। ২০১৫ বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছিলেন। আর চলতি বিশ্বকাপে এটি প্রথম শতরান তাঁর।
তৃতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে মোট তিনটি সেঞ্চুরি করে ফেললেন শিখর ধাওয়ান।
বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় এক নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করেছিলেন।
আর বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরির সংখ্যা ৪টি।