Shirt Dress: নায়িকাদের ট্রোলিংয়ের পুরনো পন্থা, `প্যান্ট পরেন নি কেন?`

Mon, 23 Aug 2021-11:42 pm,

নিজস্ব প্রতিবেদন- মলদ্বীপে হাতে ফ্রুট জুসের গ্লাস, চোখে সানগ্লাস আর বিকিনির উপর শার্ট ড্রেস। ব্যস, শ্রাবন্তীর এই ছবি পোস্ট হওয়া মাত্রই অশ্লীল কদর্য ট্রোলিং শুরু। যার মূল লক্ষ্য একটাই প্রশ্ন, 'তোমার প্যান্ট কোথায়'? নায়িকাদের পোশাক নিয়ে ট্রেলিং নতুন কিছু নয়। রাজ্য, দেশের সীমানা ছাড়িয়েও এমন ট্রোলিংয়ের মুখে পড়েন তারকারা। আসুন, একবার দেখে নেওয়া যাক, এই ড্রেস এল কোথা থেকে এবং এর জনপ্রিয়তার কারণই বা কী?

গরম প্রধান দেশে এমন পোশাক নতুন কিছু নয়। একটু লম্বা ঝুলের শার্টকে নানা কায়দায় নানা স্টাইলিংয়ে পরা যায়। ছবিতে শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও নুসরত ভারুচা শার্ট ড্রেস পরেছেন। ৩ জনকেই দুর্দান্ত লাগছে।

শিল্পা শেট্টি থেকে পূজা হেগড়ে-লম্বা পায়ের মেয়েদের এই পোশাকে বেশি সুন্দর লাগে। লম্বা সুগঠিত পা, আর মানানসই জুতো এই শার্ট ড্রেসকে কমপ্লিমেন্ট করার জন্য একেবারে উপযুক্ত।

বিদেশে অবশ্য ট্রোলাররা এই পোশাকের নাম দিয়েছেন 'নো প্যান্ট ড্রেস'। তাতে ভারি বয়েই গেছে মাইলি সাইরাস, জিজি হাদিদ বা সোফি টার্নারের। যে কোনও ইভেন্টে তারকাদের পছন্দের তালিকায় এই শার্ট ড্রেস।

মুম্বইয়ে ফোটোশুটে তারকারা শার্ট ড্রেস কখনও সখনও পরলেও জনসমক্ষে এই ড্রেস পরে বেরোতে শুরু করেন মালাইকা অরোরা ও গৌরী খান। তাঁরাই মূলত, বলিউডে এই ড্রেসকে জনপ্রিয় করে তোলেন। মালাইকাকে এই নিয়ে কম ট্রোলিংয়ের মুখে পড়তে হয় নি। কিন্তু তাকে পাত্তা না দিয়ে বারবারই এই পোশাকে বাইরে বেরিয়েছেন 'ছঁইয়া ছঁইয়া গার্ল'।

সন্তানসম্ভবা অবস্থায় একটা ম্য়াগাজিনের ফোটোশুট করার সময়ে প্য়ান্ট ছাড়াই স্বামী সইফ আলি খানের  শার্ট পরেন করিনা কাপুর খান। তাই নিয়েও কম জলঘোলা হয় নি। 

সাদা শার্ট ড্রেস গরমে খুবই আরামদায়ক, তাই নিউইয়র্কে থাকা প্রিয়াঙ্কা আর মুম্বইয়ে থাকা করিনা সবারই ক্লজেটে থাকে শার্ট ড্রেস।

জাহ্ণবী, অনন্যাদের এই পোশাকের পাশাপাশি টি-শর্ট ড্রেসও খুবই পছন্দের। যে কোনও দিনে-রাতের পার্টিতে বা বন্ধুদের আড্ডায় আরামে কাটানো যায় এই পোশাকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link