কুর্সি হারানোর পরও সাধারণের খোঁজখবর নিতে রাস্তাঘাটে `মামা` শিবরাজ
মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেকে সিএম অর্থাত্ 'কমন ম্যান অব মধ্যপ্রদেশ' হিসেবে টুইটারে পরিচিত করেছেন শিবরাজ সিং চৌহান। চেয়ার চলে গেলেও সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেই মতো ঠান্ডায় ভোপালে জনতার খোঁজখবর নিতে রাস্তায় নেমে পড়লেন শিবরাজ।
আম জনতার সঙ্গে দেখা করার পর নিজের টুইটার হ্যান্ডেলে শিবরাজ সিং চৌহান লিথেছেন, ''আপনাদের কাছ থেকে যে আত্মীয়তা, স্নেহ ও আশীর্বাদ পেলাম, তা শব্দ দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়''।
পথেঘাটের মানুষের জন্য আশ্রয়ঘর বানিয়েছিলেন শিবরাজ সিং চৌহান। সেখানেই পরিদর্শনে যান তিনি। শিবরাজের কথায়, ''দীন-দুখীদের সেবা করাই আমার জীবনের লক্ষ্য। ভোপালে গরিবদের জন্য আবাস স্থাপিত করেছিলাম। গরিব কল্যাণে তত্পর আমরা''।
শিবরাজ সরকারের কাছ থেকে পাওয়া স্টলে চা বিক্রি করেন এক বৃদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে ধন্যবাদ জানান তিনি।
একইসঙ্গে সরকারি প্রকল্পে ঘর না পাওয়ার জন্য অভিযোগও করেন বৃদ্ধ। তাঁকে আশ্বস্ত করেন শিবরাজ।
১৩ বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন শিবরাজ সিং চৌহান। ক্ষমতা যাওয়ার পর ট্রেনেই যাতায়াত করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার ভোপাল থেকে বিনা পর্যন্ত ট্রেনে সফর করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে সেলফি তোলার ধুম পড়ে যাত্রীদের মধ্যে।
মুখ্যমন্ত্রীর কুর্সি যাওয়ার পর আরও তত্পর হয়ে উঠেছেন শিবরাজ সিং চৌহান।
অনেকেই বলছেন, সামনে লোকসভা ভোটে পাল্টা দেওয়ার চেষ্টায় প্রাক্তন মুখ্যমন্ত্রী।