নেপালে জিতলেন দেশের জন্য সোনা, বাংলার মেহুলি ঘোষ এগোচ্ছেন বড় লক্ষ্যে
নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত এবং দলগত বিভাগে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। সেইসঙ্গে আরও বড় লক্ষ্যের জন্য নিজেকে কিছুটা হলেও এগিয়ে রাখলেন তিনি।
দাদু অসুস্থ। মুম্বইতে চিকিতসারত তিনি। তাই মেহুলির মন ভাল ছিল না। তবে চ্যাম্পিয়নদের ফোকাস ধরে রাখার কৌশল হয়তো অন্যরকম। কাঠমান্ডুতে ২৫৩.৩ পয়েন্ট স্কোর করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন জয়দীপ কর্মকারের ছাত্রী।
বিশ্বরেকর্ড (২৫২.৯)-এর থেকে বেশি স্কোর করলেও মেহুলির এই স্কোর ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে নথিভুক্ত হবে না। কারণ সাউথ এশিয়ান গেমসের পয়েন্টকে আন্তর্জাতিক সংস্থা মান্যতা দেয় না। তবে গেমস রেকর্ড হিসাবে মেহুলির নামের পাশে এই পয়েন্ট থেকে যাবে।
যুব অলিম্পিকে পদক জিতেছিলেন। কমনওয়েলথ গেমসেও রূপো জয় হয়েছিল। ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন বাংলার শুটার মেহুলি। পরের বছর টোকিও অলিম্পিক। তার জন্য মেহুলি এখনও দৌড়ে রয়েছেন।
ভারতের অপূর্বি চাণ্ডেলা টোকিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পাওয়ার জন্য সবার আগে রয়েছেন। বাকি আর একটি কোটা। আর সেখানে লড়াই এলাভেনিল ভালারিভান, অঞ্জুম মুদগিল ও মেহুলি ঘোষের মধ্যে। আগামী বছর মার্চে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে শুটিং বিশ্বকাপ। তার পরই ঠিক হবে অলিম্পিকের চূড়ান্ত দল। মেহুলি টোকিও-র লক্ষ্যে লড়ে যাবেন বলে জানিয়েছেন।