সাতসকালে অন্ডালে শ্যুটআউট, তুমুল গোষ্ঠী সংঘর্ষে মৃত ১
অন্ডালে শুট আউট। খাসকোজোয়ারা কোলিয়ারিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।
গুলিবিদ্ধ হয়ে মৃত এক। বেসরকারি হাসপাতালে ভর্তি আরও ২ কর্মী।
অন্ডালে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নিহতের নাম ধরমবীর নুনিয়া।
গুলিবিদ্ধ অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আরও দুজন। অভিযোগ, বুধবার রাতে খাসকাজোরা কোলিয়ারিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।
এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় অন্ডাল থানা ঘেরাও করেছে এলাকাবাসীরা।