পোশাকের মতো করে কাগজের শপিং ব্যাগ পরার অদ্ভুত চ্যালেঞ্জে মেতেছে Instagram!
কোয়ারান্টাইন পিলো চ্যালেঞ্জের পর এ বার Instagram-এর নয়া ক্রেজ ‘শপিং ব্যাগ চ্যালেঞ্জ’!
Instagram-এর এই অদ্ভুত ট্রেন্ডকে অনেকে ‘পেপার ব্যাগ চ্যালেঞ্জ’ও বলছেন।
শপিংয়ের সময় পাওয়া বিভিন্ন রঙের পেপার ব্যাগকেই কেউ টপ তো কেউ স্কার্টের মতো করে পরে ছবি তুলছেন।
ছবিতে #ShoppingBagChallenge হ্যাশট্যাগ জুড়ে পোস্ট করে দিচ্ছেন Instagram-এ।
Instagram-এর এই অদ্ভুত চ্যালেঞ্জে সামিল হয়েছেন প্রাক্তন মিস ভিয়েতনাম কি ডুয়েন থেকে রুশ ইনস্টা মডেল লিলি এর্মাকের মতো অনেকেই।