অস্থায়ী সংসার, বলিউডের এই তারকাদের বিয়ের মেয়াদ মাত্র কয়েকদিন
যোগিতা বালি-কে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কিশোর কুমারের। শোনা যায়, মিঠুন চক্রবর্তীর জন্যই নাকি কিশোর কুমার এবং যোগিতা বালির বিয়ে ভেঙে যায়
২০০৮ সালের ২ ডিসেম্বর শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ সিং গ্রোভার, ১০ মাস পর তাঁদের বিয়ে ভেঙে যায়
দিব্যা ভারতীকে দেখে তাঁর প্রেমে মুগ্ধ হয়ে বিয়ে করেন সাজিদ নাদিয়াদওয়ালা, বিয়ের ১১ মাস পর অ্যাপার্টমেন্টের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বিলউডের এই সুন্দরী অভিনেত্রীর
২০০৬ সালের ডিসেম্বরে ভারত নরসিংহানিকে বিয়ে করেন অভিনেত্রী চাহাত খান্না, ৭ মাস পর ভেঙে যায় তাঁদের বিয়ে। ভারতের বিরুদ্ধে শারীিরক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদের মামলা দায়ের করেন চাহাত খান্না
১৯৯০ সালে মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। ১৯৯১ সালে মৃত্যু হয় মুকেশের। মুকেশ আগরওয়ালের মৃত্যুর জন্য অনেকেই দায়ি করেন রেখাকে
২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী মণীশা কৈরালা, ২০১২ সালে ভেঙে যায় তাঁদের সংসার
২০০০ সালে বিমান চালক করণ সিং গিলকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ২০০১ সালেই ভেঙে যায় তাঁদের বিয়ে
সলমন খানের রাখি বোন শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিত সম্রাটের বিয়ে হয় ২০১৪ সালের ৩ নভেম্বর। ২০১৫-র নভেম্বরে ভেঙে যায় তাঁদের বিয়ে