JNU-তে না তো কি নাগপুরে RSS-এর সদর দফতরে যাবেন দীপিকা? বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের
সোমবার দিল্লিতে ছপক-এর প্রমোশন সেরে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন
দীপিকা পাডুকনের JNU-এর আন্দোলনরত পড়ুয়াদের সমর্থন নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস৷ কংগ্রেসের মুখপাত্র পবণ খেরা বলেন, নিজের সিনেমার প্রমশনের জন্য কোথায় যাবেন দীপিকা? এবার কি তাহলে অভিনেত্রীকে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে যেতে হবে বলে প্রশ্ন তোলেন পবণ
পবণ খেরা আরও বলেন, প্রথমে জামিয়া মিলিয়া তারপর জওহরলাল নেহরু৷ দেশের একের পর এক বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে, এবার সেদিকে নজর দেওয়া উচিত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা৷ তা না করে, দীপিকা কেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গেলেন, তা নিয়ে অভিনেত্রীর সিনেমা বয়কটের ডাক দিচ্ছে বিজেপি৷ এভাবেই গেরুয়া শিবিরকে এবার কটাক্ষ করেন কংগ্রেসের মুখপাত্র
সোমবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন৷ বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আন্দোলনরত পড়ুয়াদের নৈতিক সমর্থন জানান দীপ্পি৷ ওই ঘটনার পর থেকেই দীপিকার পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে সোশ্যাল সাইট সরগরম করে তোলেন নেটিজেনরা
দীপিকার সিনেমা ছপক-কে বয়কটের ডাক দিয়ে ট্য়ুইটারে অভিনেত্রীর বিরুদ্ধে প্রচার শুরু করে দেন নেটিজেনদের একাংশ৷ তবে বি টাউনের সেলেবরা সমর্থন করতে শুরু করেন দীপিকাকে৷ যার মধ্যে স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, কৃতিকা কর্মা, বরুণ ধাওয়ানদের নাম রয়েছে