Rumored বয়ফ্রেন্ডের সঙ্গেই মালদ্বীপে ছিলেন Shraddha! ইনস্টা স্টোরিতে মিলল প্রমাণ
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/08/315490-shradhya-cover.jpg?im=FitAndFill=(500,286))
নিজস্ব প্রতিবেদন: মালদ্বীপে ছুটির মুডে শ্রদ্ধা কাপুর (Shraddha)। একের পর এক পোজে উঠছে ছবি। ক্যামেরার ওপারে কে? প্রশ্ন ছিল নেটিজেনদের। মিলল প্রমাণ!
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/08/315489-shradhyaramp.jpg?im=FitAndFill=(500,286))
হোয়াইট ক্রপ টপের সঙ্গে হোয়াইট কেপরি,জলের উপর Ramp-এ হাঁটছেন শ্রদ্ধা, সেখানে লিখেছেন- 'Another Day in Paradise'।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/08/315488-shradhyabreakfast.jpg?im=FitAndFill=(500,286))
ফ্লোটিং ব্রেকফাস্টের ট্রে ধরে রয়েছেন শ্রদ্ধা, এই ছবি ইনস্টা স্টোরিতে দিয়েছিলেন নায়িকা। কিছুদিনের মধ্যেই রোহন শ্রেষ্ঠা একই রিসর্টের ছবি দেন। যদিও তাঁকে দেখা যায় নি, শুধু ব্রেকফাস্টের ট্রে-র ছবি দেন ইনস্টা স্টোরিতে। ইঙ্গিত পেতে অসুবিধে হয়নি নেটিজেনদের।
হলুদ রঙের ওয়ান পিস স্যুইমস্যুটের সঙ্গে অ্যাসেমেট্রিকাল হোয়াইট স্কার্ট, প্রকৃতি উপভোগ করছেন নায়িকা। ক্যাপশনে লেখা-রানিং ব্যাক টু দ্য নেচার।
সেলফির পাশাপাশি একের পর এক পোজে শ্রদ্ধা সিঙ্গল ছবিও পোস্ট করেন। কে সেই ছবিগুলো তুললেন সে প্রশ্নও উঠে এসেছিল শ্রদ্ধার সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে, এবার উত্তর মিলল।
কখনও স্যুইমিং পুলে চিল করছেন তো কখনও হলিডে মুডে ছবি তুলছেন। বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে না আনলেও, তাঁর কথা জনসমক্ষে না বললেও, জীবনের অন্যতম সেরা সময়টা যে কাটাচ্ছেন শ্রদ্ধা, তা সবকটি ছবিতেই স্পষ্ট।
মালদ্বীপে ছুটি কাটানোর ছবি দেদার শেয়ার করছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। কখনও ক্যাম লুক, কখনও আবার অন্য পোজ, নেটিজেনদের মতে ক্যামেরার ওপারে ছিলেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড বিখ্যাত Photographer রোহন শ্রেষ্ঠা।