ছেলেকে বুকে নিয়েও তাঁকে কম পাওয়ার আক্ষেপ ঝরে পড়ল Shreya Ghoshal র কণ্ঠে
নিজস্ব প্রতিবেদন: মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন নতুন মা শ্রেয়া ঘোষাল। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত অনুভূতির কথা তুলে ধরেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
গত ২২ মে তাঁর কোল আলো করে এসেছেন পুত্র সন্তান। জন্ম দিয়েছিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) । ছেলের জন্মের ১৩ দিনের মাথায় ছেলেকে নিয়ে প্রথমবার অনুরাগীদের সামনে এসেছিলেন তিনি। ছবি শেয়ার করে ছেলের নামও জানিয়েছিলেন ভক্তদের।
বেবি বাম্পের ছবি শেয়ার করার সময় থেকেই মা হওয়ার অনুভূতি শেয়ার করেছিলেন শ্রেয়া। ছেলের নাম রেখেছেন দেব্যান মুখোপাধ্যায়।
তিন মাসের এই ছেলেকে ঘিরেই এখন শ্রেয়ার দুনিয়া, শিলাদিত্য এবং তাঁর সন্তান এখন দুজনের নয়নের মণি।
ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে শ্রেয়া বলেন, ‘‘সবসময় আমার দু’হাতের মধ্যেই রয়েছ তুমি, তাও যেন সম্পূর্ণভাবে তোমাকে পাচ্ছি না আমি । আমার হৃদয় এখন থেকে শুধুমাত্র তোমার, সারাজীবনের জন্য । কী ভাবে, কত সাধারণভাবে আমার জীবনে তুমি চলে এলে, আর জীবনে ভালবাসার মানেটাই বদলে দিলে । আমার ছোট্ট সোনা দেব্যান, মাম্মা খুব ভালবাসে তোমায় ।’’
শিলাদিত্যর কোলে ছেলের ছবি দিয়েছিলেন আগেই, এবার নিজে ছেলের ছবি দিয়ে আর একটু স্পষ্ট ভাবে পরিচয় করালেন। যদিও এখনও ছেলের মুখ দেখান নি তিনি।