Shreyas Iyer: ট্রফির পরেও রাখেনি KKR ! সুযোগ নেই ডনের দেশে, রঞ্জিতে শ্রেয়সের দুর্ধর্ষ ২৩৩
গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্ ওই দিনই বিকেলের ভিতর ১০ দল খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। মতোই কলকাতা নাইট রাইডার্সও আগামী মরসুমের জন্য় ধরে রাখা ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়!
গতবারের ও মোট তিনবাররে চ্য়াম্পিয়ন শাহরুখের টিম রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। বাদ পড়েছেন খোদ ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ার!শ্রেয়স গতবার কেকেআরকে আইপিএল চ্য়াম্পিয়ন করিয়েছেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর!
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শ্রেয়সের সুযোগ নেই ডনের দেশে যাওয়ারও। তবে শ্রেয়স জাতীয় দলে ফিরতে মরিয়া। বুঝিয়ে দিলেন রঞ্জি ট্রফিতে।
মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্য়াকাডেমিতে মুম্বই-ওড়িশা মুখোমুখি হয়েছে। মুম্বই প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬০২ রান করে ডিক্লেয়ার করেছে ইনিংস। অঙ্গকৃশ রঘুবংশী ৯২ রান করেছেন, সিদ্ধেশ লাড খেলেছেন ১৬৯ রানের ইনিংস। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে শ্রেয়সের দুর্ধর্ষ ২৩৩। ওড়িশা যদিও এখনই ধুঁকছে। প্রথম ইনিংসে ১৪৬ রান তুলতে গিয়ে ৫ উইকেট চলে গিয়েছে।
প্রথম দিন ১০১ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। মেরেছিলেন ১৮টি চার এবং চারটি ছয়। প্রথম দিন শ্রেয়স যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিন ঠিক সেখান থেকেই শুরু করেন। ২০১ বলে করে ফেলেন ২০০ রান। ২৪ চার ও ৯টি ছয়ে সাজানো শ্রেয়সের ইনিংস থামে ২৩৩ রানে। হর্ষিত রাঠোরের বলে স্টাম্প হয়ে ফিরে যান তিনি। এই ইনিংস খেলেই নির্বাচকদেরও বার্তা দিয়ে দিলেন শ্রেয়স।
শ্রেয়স ৯ বছর পর রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন। রঞ্জিতে ২০১৫ সালে শেষবার দ্বিশতরানের স্বাদ পয়েছিলেন শ্রেয়স।প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শেষ শতরান ২০১৭-১৮ সালে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেই সেঞ্চুরি এসেছিল।
গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। একাধিক টিম তাঁকে নেওয়ার জন্য় ঝাঁপাতে পারে! একজন ভারতীয় অধিনায়কের সবসময়ে চাহিদা থাকে দলে। পঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি, লখনউয়ের মতো দল ভালো অধিনায়কের সন্ধানে রয়েছে। সেক্ষেত্রে তারা মোটা টাকা দিয়েই শ্রেয়সকে নিতে পারে। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার। শ্রেয়সের ঘরোয়া ক্রিকেটর ফর্মও মাথায় রাখা হবে নিলামের সময়ে।