করোনার ভয়াবহ অভিজ্ঞতা, বিয়ের পর স্পেনে গিয়ে আটকে শ্রিয়া সরণ
২০১৮ সালের ১২ মার্চ অ্যান্দ্রেই কসচিভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরণ। বিয়ের পরই স্বামীর সঙ্গে স্পেনে শ্বশুরবাড়িতে পাড়ি দেন অভিনেত্রী
বিয়ের পর রূপোলি পর্দার সঙ্গে যুক্ত থাকলেও, শ্যুটিংয়ের ফাঁকে স্পেনে উড়ে যেতে শুরু করেন শ্রিয়া। দক্ষিণে নিজের বাড়ির পাশাপাশি বার্সেলোনায় শ্বশুরবাড়িতেও কাটাতে শুরু করেন তিনি
বিয়ের ২ বছরের মাথায় বার্সেলোনায় এভাবে আটকে পড়বেন অ্যান্দ্রেইয়ের সঙ্গে, তা কল্পনাও করতে পারেননি শ্রিয়া। অভিনেত্রী জানান, ১২ মার্চ তাঁদের বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকী উপলক্ষে আগে থেকেই একটি রেস্তোরাঁয় তাঁদের আসন সংরক্ষণ করা ছিল। করোনার জেরে সেই সংরক্ষণ বাতিল করে দেওয়া হয়।
দেখতে দেখতে কয়েকিনের মধ্যে গোটা স্পেনসহ বার্সেলোনার অবস্থা পালটে যায়। মানুষকে ঘরে ঢুকিয়ে করে দেওয়া হয় পুরো লকডাউন। তার মাঝেই দেশের সমস্ত হাসপাতালেগুলি ভরে যায় করোনা আক্রান্ত মানুষে। ঘরে বন্দি থেকে প্রতি মুহূর্তে অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন তাঁরা
অ্যান্দ্রেই এবং তিনি যখন লকডাউনের জেরে ঘরে বন্দি, তখন আচমকাই তাঁর স্বামীর শরীর খারাপ হতে শুরু করে। জ্বরের সঙ্গে দেখা দেয় শুকনো কাশি। করোনার উপসর্গ মনে করে, অ্যান্দ্রেইকে নিয়ে তিনি হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসাপাতালে কোনও জায়গা না থাকায়, ফিরিয়ে দেওয়া হয় তাঁদের। জানানো হয়, বাড়ির মধ্যেই আইসোলেশনে থাকতে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী
ওই সময় অ্যান্দ্রেইকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ায়, বাড়ির মধ্যেই খেয়াল রাখতে শুরু করেন তিনি। যদিও অ্যান্দ্রেইয়ের জ্বর, শুকনো কাশি সেরে যেতে শুরু করে ক্রমশ। ফলে আপাতত অ্যান্দ্রেই এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানান শ্রিয়া। কিন্তু করোনার জেরে এখনও পর্যন্ত বার্সেলোনা-সহ গোটা স্পেনের অবস্থা ভাল নয় বলে জানান অজ দেবগণের দৃশ্যমের অভিনেত্রী