Kargil-এ সেনা জওয়ানদের উপস্থিতিতে Shershaah-র ট্রেলার লঞ্চ

Mon, 26 Jul 2021-4:53 pm,

সোমবার, ২৬জুলাই গোটা দেশে উদযাপিত হচ্ছে ২২ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। ঠিক তার আগের দিন রবিবার মুক্তি পেয়েছে কার্গিল যুদ্ধের পটভূমির উপর তৈরি ছবি 'শেরশাহ'র (Shershaah) ট্রেলার।

২২ বছর আগে দেশের হয়ে কার্গিল যুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছিলেন পরমবীর চক্র বিজেতা ক্যাপ্টেন বিক্রম বাত্রা। তবে তাঁর স্বপ্ন পূর্ণ হয়েছিল। কার্গিল যুদ্ধে জয়ী হয় ভারত। তাঁর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'শেরশাহ' ছবিটি। 

রবিবার কার্গিলে ভারতীয় সেনা আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত হয়েছিল 'শেরশাহ' ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ছিলেন বিক্রম বাত্রার ভাই বিশাল বাত্রা। 

'শেরশাহ'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একই সারিতে পরিচালক বিষ্ণু বর্ধন। 

'শেরশাহ'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির গোটা টিম। ছিলেন ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। 

'শেরশাহ'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখছেন ছবির অন্যতম প্রযোজক করণ জোহর। 

'শেরশাহ'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কার্গিল বিজয়ের নায়ক, সেনা জওয়ান বিক্রম বাত্রার ভাই বিশাল বাত্রার সঙ্গে কথা সিদ্ধর্থ মালহোত্রার, সঙ্গে পরিচালক বিষ্ণু বর্ধন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link