মোদীর উদ্বোধনের আগেই মনে জিতে নিল সিকিমের বিমানবন্দর, দেখুন ছবি
চারদিকে পাহাড়। তার মধ্যেই বিমানবন্দর। নৈস্বর্গিক প্রকৃতির মাঝে সবুজের ছোঁয়ায় এই বিমানবন্দর দেখলেই মন ভরে যাবে যাত্রীদের। বিদেশে নয়, ভারতের সিকিমেই চালু হতে চলেছে এই বিমানবন্দর।
পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর ১২৪ কিলোমিটার পেরিয়ে সিকিম যাওয়ার দিন ঘুচতে চলেছে। ২৩ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে সিকিমের বিমানবন্দর।
সিকিমের পাকিয়ং হতে চলেছে দেশের ১০০তম সক্রিয় বিমানবন্দর। ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তর-পূর্বের এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরিতে খরচ হয়েছে ৬০৫.৫৯ কোটি টাকা। এত উচ্চতায় বিমানবন্দর তৈরিতে বিস্তর ঘাম ছোটাতে হয়েছে ইঞ্জিনিয়ারদের।
সিকিমের পর্যটনমন্ত্রী উগেন টি গ্যাটসো ভুটিয়ার কথায়, গ্রিনফিল্ড এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর হয়। বিমান চলাচল শুরু হলেই তা জানতে পারবেন যাত্রীরা।
গত ৫ মার্চে ভারতীয় বায়ুসেনার ড্রোনিয়ার ২২৮ বিমান পরীক্ষামূলকভাবে পাকিয়ং বিমানবন্দরে অবতরণ করেছিল।
পরে স্পাইসজেটের ৭৮ আসনের একটি বিমানও কলকাতা থেকে পাকিয়ঙে সফল অবতরণ করে।
৮ অক্টোবর থেকে প্রতিদিন কলকাতা, গোহাটি ও সিকিমের মধ্যে প্রতিদিন বিমান চালাবে স্পাইসজেট।
আঞ্চলিক যোগাযোগ আরও বাড়বে। ভাড়া পড়বে যাত্রী পিছু ২৬০০ টাকা।
পরে ভুটান, কাঠমান্ডু ও ব্যাঙ্ককের সঙ্গে বিমান যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন সিকিমের পর্যটনমন্ত্রী।