Sikkim Flash Flood: মাটির ভিতর থেকে বেরচ্ছে গাড়ি, ভয়াল তিস্তার ধ্বংসলীলার ছবি দেখে আঁতকে উঠতে হয়!
নারায়ণ সিংহ রায়: মাটির ভিতর থেকে বের হচ্ছে বড় বড় গাড়ি! যেদিকে চোখ যাচ্ছে, শুধু ধ্বংসলীলার সুস্পষ্ট ছাপ।
এটাই তিস্তা বাজার ও তিস্তা সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি। তিস্তা ভয়াবহ তাণ্ডব চালানোর পর এখন চারদিকে শুধুই সাহায্য চেয়ে আর্ত হাহাকার।
মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমের লোনক হ্রদ ফেটে গিয়ে গিয়ে হড়পা বান নামে তিস্তায়। সিকিমে তাণ্ডবলীলা চালায় তিস্তা।
সিকিমে তাণ্ডব চালানোর পর ভয়াল তিস্তার তাণ্ডব চালায় সমতলেও। কাল সকালেই তিস্তার অংসরক্ষিত এলাকায় জারি করা হয়েছিল লাল সতর্কতা।
আর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। বিকেলের দিকে ভেঙে যায় তিস্তার গাইড বাঁধ। বাঁধ ভেঙে হু হু করে তিস্তার জল ঢুকতে শুরু করে গজলডোবা ঝিল এবং ভোরের আলোর বাঁধের দিকে।
ওদিকে সকাল থেকেই দফায় দফায় জল ছাড়া হচ্ছিল তিস্তা ব্য়ারেজ থেকে। শেষে বুধবার রাতে তিস্তা বাজার মেইন রোডে উঠে যায় তিস্তার জল। বাড়িতে ঢুকে যায় তিস্তার জল।
ঘরবাড়িতে তিস্তার পলি, শহরের রাস্তা থেকে যানবাহনও তিস্তার পলির স্তরে ঢাকা। এটাই কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার একমাত্র রাস্তার বর্তমান অবস্থা। পুরোপুরি অচল হয়ে রয়েছে এলাকা।