Bangladesh Saree: বাংলাদেশই পারে! দুরন্ত সিল্কের শাড়ি আনারস দিয়ে তৈরি...

Tue, 30 Apr 2024-11:01 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আনারসের পাতার আঁশ থেকে তৈরি হচ্ছে সিল্কের শাড়ি। সেই শাড়ির নাম পাইনাপেল সিল্ক জামদানি। এই অভিনব শাড়ি তৈরির কারখানা উদ্বোধন হয়েছে বাংলাদেশের মানিকগঞ্জে। উদ্বোধন করেছেন ওপার বাংলার সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধন করতে এসে মন্ত্রী বলেন, 'আগামী দিনে নতুন এই উদ্ভাবনী আশার আলো জাগবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিনের ধরে আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতো তৈরি করছে। আর সেই সুতা থেকে সিল্ক কাপড়সহ নানা সামগ্রী তৈরি হচ্ছে। আনারস নিয়ে সংস্থাটি আরও গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটিকে প্রসার করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।'

কীভাবে তৈরি এই আনারসের পাতা থেকে সিল্ক জামদানি শাড়ি। এই প্রসঙ্গে আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার বলেন, ‘২০০৭ সাল থেকে মধুপুরে বিষমুক্ত আনারস উৎপাদন এবং এই ফল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনে মধুপুরবাসীর উদ্যোগে প্রশিক্ষণ শুরু করি। কাজ করতে গিয়ে ২০০৯ সালে বুঝতে পারি, আনারসের পাতার মধ্যে এক ধরনের আঁশ আছে। যা অসম্ভব সুন্দর এবং মজবুত। তখন থেকে বিভিন্ন সময়ে গবেষণা করে এই আঁশকে কাজে লাগানোর চেষ্টা ছিল।' 

তিনি আরও বলেন, 'আঁশ থেকে বিভিন্ন হস্তশিল্প, আনারসের সিল্ক কাপড় এবং আমাদের দেশের জামদানি শাড়ির উৎপাদনে সক্ষম হই আমরা। একসময় আনারসের পাতাগুলো চাষিদের জন্য একটা বোঝা মনে হতো। এখন সেই বোঝা তাদের জন্য বয়ে আনবে সোনালি দিন।'

আঁশ থেকে প্রথমে সুতো তৈরি এবং সেই সুতো দিয়ে পাইনাত্রিপোল সিদ্ধ ও পাইনাত্রিপোল সিল্ক জামদানি তৈরি হবে জানিয়ে মাসুদা আক্তার আরও বলেন, ‘এই শাড়ি আমাদের দেশের চহিদা মিটিয়ে বিদেশে রফতানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link