Silver Price: অবিশ্বাস্য! সোনার মতোই ধরা-ছোঁয়ার বাইরে এবার রুপোও, কলকাতায় দাম ছাড়াল লক্ষের গন্ডি...

Tue, 22 Oct 2024-7:02 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। ধনতেরাসের আগে কলকাতায় আকাশছোঁয়া রুপোর দাম। 

রুপোর দামে নজিরবিহীন বৃদ্ধি। সোমবার এক কেজি রুপোর দাম প্রথমবারের মতো ছাড়িয়ে গেল এক লক্ষ টাকার মাইলফলক। 

কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম পৌঁছেছে ১ লক্ষ ২ হাজারে। গত ৬ মাসে ১৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। 

কিন্তু হঠাত্‍ কেন এই দাম বৃদ্ধি? বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং আমেরিকায় সুদের হার হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে রুপোতে লগ্নি বাড়াচ্ছেন, ফলে চাহিদা বৃদ্ধির সঙ্গে দামও বাড়ছে। 

এছাড়াও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে, তেমনই অন্যদিকে শিল্পের চাহিদার কারণে দাম বাড়ছে রুপোরর 

সৌর বিদ্যুৎ, সেমিকনডাক্টর, বৈদ্যুতিন পণ্য এবং ব্যাটারির মতো প্রযুক্তি-নির্ভর শিল্পগুলিতে রুপোর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। দেশের মোট ব্যবহৃত রুপোর ৩৫-৪০ শতাংশ শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। শিল্পের এই ক্রমবর্ধমান চাহিদা রুপোর মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

আরেকটি কারণ হল, সামনে ধনতেরাস আসছে, যখন মানুষ রুপোর কয়েন, বাসন ইত্যাদি কিনে থাকেন। উৎসবের এই চাহিদা দাম আরও বাড়িয়ে দিচ্ছে।

এছাড়াও রুপোর ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কারণে এর মূল্য বৃদ্ধি পেয়েছে। 

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ কাবরা বলেন, “সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে রুপোর দাম বৃদ্ধি পায়। তবে সাম্প্রতিককালে কিছুটা ঘাটতি থাকলেও রুপো এখন সেই ঘাটতি পূরণ করছে।”

মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৯,৬৪০।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link