বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস লিখলেন `জিমন্যাস্টিক্সের রানি` সিমোন বাইলস
জার্মানির স্টুটগার্টে ইতিহাস লিখলেন মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস।
বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ২১ তম পদক জিতে রেকর্ড বইয়ে বাইলস।
এর আগে বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পদক জিতেছিলেন রাশিয়ার সেতলানা খোরকিনার। তিনি ২০টি পদক জিতেছিলেন।
আমেরিকার মহিলা দল ১৭২.৩৩০ পয়েন্ট স্কোর করে সোনা জিততেই বাইলস টপকে গেলেন সেতলানাকে।
বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে সর্বাধিক ২৩টি পদক জয়ের রেকর্ড আছে বেলারুসের ভিটালি স্কারবোর-এর।