কবে থেকে একাদশ শ্রেণিতে ভর্তি? নিজের স্কুল ও স্কুলবদলে ভিন্ন তারিখ ঘোষণা করল শিক্ষাদফতর
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে দিন ঘোষণা করে দিল রাজ্য সরকার।
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যে সব ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের সময়সীমা ১-১০ অগাস্ট।
যারা স্কুল বদলে অন্য স্কুলে যাবে, তারা ১১-৩১ অগাস্টের মধ্যে ভর্তি হতে পারবে। তবে তার আগে স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। ভর্তি করানোর সময় স্কুলে কেবলমাত্র অভিভাবকরাই যাবেন।
কলেজে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর অগাস্টে নির্দেশিকা বার করবে শিক্ষা দফতর। অনলাইনে কলেজে ভর্তি নেওয়া হবে।