সিঁদুরে রাঙা মুখখানি, উমার এবার কৈলাসে ফেরার পালা
পাঁচ দিনের শারদ উত্সব শেষ হয় বিজয়া দশমীর মধ্য দিয়ে।
দশমী পুজোর পর দর্পণে হয় প্রতিমা নিরঞ্জন।
তারপরই শুরু হয় দেবীবরণ।
প্রথমে দেবীবরণ, তারপর সিঁদুরখেলা। দশমীর মাহাত্ম্য লুকিয়ে এই রীতি আচারেই।
এরপর উমা মর্ত্যলোক ছেড়ে ফিরে কৈলাসে শিবের কাছে।
প্রতিমা কাঠামো জলে বিসর্জন দিতেই শুরু হয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পালা। একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন।