Hilsa: মাত্র একটা ইলিশ, দাম ₹ ১০,০০০!

Soumita Mukherjee Mon, 18 Sep 2023-9:14 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। রবিবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর দুপুরে বাজারে সেই ইলিশ বিক্রি হল ১২ হাজার ৩৯ টাকায়।

 

জানা যায় যে জেলের থেকে ঐ ইলিশ মাছটি কিনে নেন বশির গাজী নামে এক মাছ ব্যবসায়ী।

 

জেলের কাছ থেকে কেনার পর বশির নামে ওই ব্যবসায়ী অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন।

 

জেলে ইদ্রিস বলেন, সবসময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় মাছ পেলে তার দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি আমরা।

 

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটায়।  ১৩ হাজার টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০০০০ হাজার। এই বিষয়ে গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এত বড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না, তাই আমি নিলামের মাধ্যমে কিনেছি।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link