টেলিফোনের কেবল পাতার গর্তে নামতেই গিলে নিল মাটি
উত্তরপ্রদেশের পিলভিতে মাটির নীচে টেলিফোন কোম্পানির কেবল পাততে গিয়ে মৃত্যু হল রাজ্যের ৬ শ্রমিকের। গুরুতর আহত আরও দুজন। আহতদের উত্তরপ্রদেশের বেরেলির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বেরেলি জেলা হাসপাতালে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দেহ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে উত্তরপ্রদেশের পিলভিতে বাইপাসের ধারে একটি টেলিফোন কোম্পানির ৪ জি লাইনের কেবল পাতার কাজ চলছে। সোমবার মাটির নীচে গভীর গর্ত খোঁড়ার কাজ চলছিল। প্রায় সাড়ে তিন মিটার গভীর গর্ত খোঁড়া হয়।
ওই গর্তে কেবল পড়ে গেলে তা ওঠানোর জন্য প্রথমে একজন শ্রমিক নামে। ওই শ্রমিক গতে নামতেই কাদামাটির ধস নামা শুরু হয়। চিৎকার করে ওঠে ওই শ্রমিক। তার চিৎকার শুনে ওপরে থাকা বাকি শ্রমিকরাও গর্তে নামে। এর ফলে আরও ধস নামে। ধসের মাটিতে চাপা পড়ে যায় ৮ শ্রমিক।
নিহত শ্রমিকদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওল ঘাট, রায়গঞ্জের ট্যাগরা, এলেঙ্গিয়া, পশ্চিমপাড়ায় ও রায়গঞ্জের থানার ট্যাগরা, এলেঙ্গিয়া গ্রামে। মাটির নীচে কেবল পাতার গর্তে নেমে মাটি চাপা পড়েই তাদের মৃত্যু হয়।
জেসিবি নিয়ে এসে প্রায় তিন ঘন্টা ধরে উদ্ধারকার্য চালানোর পর আটজন শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বেরেলির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
নিহত ছয় শ্রমিকের মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মৃতদের নাম নাজিমুল হক, নাজিম আলি, হাসেন আলি, নাজিমুদ্দিন আহমেদ, কওসর আলি এবং মহিরুল হক।