টোকিও অলিম্পিকের টিকিট কনফার্ম করলেন মেরি কম
প্রত্যাশামতোই টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম।
এশিয়া-ওশিয়েনিয়া অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডের কোয়ার্টার ফাইনালে ৫১ কেজি বিভাগে ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতে সেমি ফাইনালে ওঠেন মেরি কম। আর তাতেই অলিম্পিকের ছাড়পত্রে পেয়ে যান মেরি কম।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মণিপুরী বক্সার মেরি কম।
টোকিও অলিম্পিকের ছাড়পত্র নিশ্চিত করেন আর এক ভারতীয় মহিলা বক্সার সিমরনজিত্ কৌর। ৬০ কেজি বিভাগে মঙ্গোলিয়ার মনখোরের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতে সেমি ফাইনালে উঠতেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেলেন।
পুরুষদের ৫২ কেজি বিভাগে অমিত পঙ্ঘল ফিলিপাইন্সের কোর্লো পালামাকে হারিয়ে সেমি ফাইনালে ওঠেন। একই সঙ্গে প্রথমবার অলিম্পিকের টিকিট নিশ্চিত করে নেন এই ভারতীয় বক্সার।