Songkran: জলের উৎসব `সংক্রান`-এ মাতল কলকাতা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড, নিউ দিল্লির যুগলবন্দীতে এসক্যাল ইন্টারন্য়াশনাল কলকাতা আয়োজন করেছিল 'সংক্রান', যা আসলে থাই নববর্ষ।
মার্চ মাসের ৩০ তারিখ এই অনুষ্ঠানে উদযাপিত হয়েছে কলকাতার দ্য প্রাইড প্লাজা হোটেলে।
সংক্রান আসলে একটি জলের উৎসব, এই দিন থেকে শুরু হয় থাই নতুন বছর। জলের লড়াই এবং স্ট্রীট পার্টি হলো এই উৎসবের মূল আকর্ষন।
প্রাইড প্লাজায় আয়োজন করা এই উৎসব আসলে কলকাতারতেই নিয়ে এসেছিল সংক্রানের আমেজ।
এই উৎসব থাই ঐতিহ্য, খাওয়াদাওয়া এবং আতিথেয়তা উপভোগ করার জন্য শ্রেষ্ঠ।