Red Panda Skin Seized: জলপাইগুড়ি থেকে উদ্ধার রেড পান্ডার চামড়া, দাম শুনলে চমকে যাবেন

Wed, 17 Aug 2022-1:51 pm,

তিন বাইক আরোহীকে আটক করতেই বেরিয়ে এল চিতা ও রেড পান্ডার চামড়া। এনিয়ে চাঞ্চাল্য ছড়াল জলপাইগুড়িতে।  জলপাইগুড়ি বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা থেকে গ্রেফতার করা হয়েছে তিন নেপালের নাগরিককে। তাঁদের কাছ থেকে ২ টি রেড পান্ডার চামড়া ও একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। -তথ্য ও ছবি প্রদ্যুত্ দাস

জলপাইগুড়ি বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত ও তার টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চামড়াগুলি উদ্ধার করে। যার বাজার মূল্য ৩০ লক্ষাধিক টাকা। ধৃত তিন জনের নাম চন্দ্রপ্রকাশ চেমজং, গোবিন্দ সানবা লিম্বু, ইয়াকপু শেরপা। প্রত্যেকেই নেপালের বাসিন্দা -তথ্য ও ছবি প্রদ্যুত্ দাস

বৈকন্ঠপুরের ডিএফও হরিকৃষ্ণণন জানান, রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে খবর ছিল, ওই এলাকা থেকে বন্যপ্রাণী পাচার হবে। সেই মোতাবেক রেঞ্জ আধিকারিক তাঁর দল নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় ঘাঁটি গেড়েছিলেন। -তথ্য ও ছবি প্রদ্যুত্ দাস

প্রথম দু’দিনে তাঁরা সন্দেহজনক তেমন কিছু দেখতে পাননি। মঙ্গলবার ওই এলাকা দিয়ে নেপাল নম্বরের একটি বাইক যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। ওই বাইকে তিন জন নেপালের বাসিন্দাই ছিলেন। বাইকটিকে দাঁড়াতে বলে চালক আরও গতি বাড়িয়ে দেন। ফলে তাঁদের সন্দেহ আরও গাঢ় হয়। এরপর তাঁদের তাড়া করে কিছুটা দূরে বাইকটিকে ধরে ফেলেন আধিকারিকরা। -তথ্য ও ছবি প্রদ্যুত্ দাস

তল্লাশি চালিয়ে ওই বাইকে রাখা ব্যাগ থেকেই চামড়া উদ্ধার হয়। বন কর্তারা জানাচ্ছেন, রেড পান্ডার চামড়া উদ্ধারের ঘটনা এই প্রথম। গত কয়েক বছরে শেষ কবে রেড পান্ডার চামড়া এই ভাবে পাচার হয়েছে, তা বলা সম্ভব নয়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। -তথ্য ও ছবি প্রদ্যুত্ দাস

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link