Market Price Hike | Bhai Phonta 2024: কী খাওয়াবেন ভাইকে? সবই তো আগুন-দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা...
নান্টু হাজরা: ভাইফোঁটার আগেই বাজারের আকাশছোঁয়া দাম। এমনিতেই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি-ধান ক্ষেতে। রাজ্যজুড়ে আজ বাজারের দাম- জ্যোতি আলু - ৩২/৩৬ টাকা, চন্দ্রমুখী আলু -৪০/৪২ টাকা। পেঁয়াজ -৬০/৮০ টাকা, রসুন -৪৫০।
অন্যদিকে সবজির দাম: পটল -১০০ টাকা দেশি, হাইব্রিড ৬০, ভেন্ডি -৮০ টাকা, টমেটো -৮০ টাকা ছিল, হয়েছে ১০০ টাকা। লঙ্কা - ১০০/১৫০০ টাকা, ফুলকপি -বড়ো কপি ১০০টাকা ছোট ৩০/৫০ প্রতি পিস। ক্যাপসিকাম -১৫০ টাকা, লাউ -৪০ প্রতি পিস, বেগুন -১০০টাকা, উচ্ছে - ৮০, শসা -৫০/৬০, বাধাকপি-৭০, কড়াইশুঁটি -২০০ টাকা, পেঁপে -৪০ টাকা, বরবটি -৮০ টাকা, বিনস -২০০, গাজর -৮০, পুঁইশাক -৪০, ইচোর -২০০, সিম -১৬০, মুলো -৮০
মাছের দাম: রুই -গোটা ২০০/কাটা ৩৫০, কাতলা -৪৫০কাটা /গোটা ৩০০, ইলিশ -১৮০০/২০০০, পাবদা -৪০০, ভেটকি -৬০০, তোপসে -১০০০/১১০০, পম্পফ্রেট -৫০০, চিংড়ি -গলদা ৮০০ ডিম -পিস সাড়ে ছয় টাকা, ১৩ টাকা জোড়া। হাঁসের ডিম ১২ টাকা পিস। এক ট্রে ১৯০ টাকা। খাসি -৮৬০, পোল্ট্রি -কাটা ২০০/গোটা ১৬০, দেশি মুরগি -৪৫০
অন্যদিকে, উত্তরের তিস্তার বরলি মাছ ১০০০ টাকা কিলো দরে শুক্রবার জলপাইগুড়ির বাজারে বিক্রি হচ্ছে। আলু ৬০ টাকা ( ভুটান) জ্যোতি আলু ৩০ - ৩৫ টাকা, বেগুন ৬০, গাজর ৮০, ফুলকপি ৭০, বেগুন ৬০, টমেটো ৮০, আদা ২০০, রসুন ৩৫০, লংকা ১৬০, বাঁধা কপি- ৫০, ধনেপাতা ৫০০, পটল ৮০, স্কোয়াস ২৫, ক্যাপসিকাম ৪০০, বরবটি ১০০, শসা ৬০, লাউ ৫০ টাকা পিস, করলা ৬০ টাকা প্রতি কিলো।
মাছের দাম: কাতল ৪০০, রুই ৩০০, আর ৬০০, চিতল ৮০০, গলদা চিংড়ি ১০০০, বোরোলি চালানি ৫০০, তিস্তার বরুল ১০০০, শিং মাছ ৮০০, মাগুর মাছ ১০০০, ইলিশ মাছ ছোট ২০০ গ্রাম ডায়মন্ড হারবার ৮০০ টাকা কিলো। মাংসের দাম: খাসি ৮০০, পাঠা ১০০০, বয়লার ২৫০, মুরগি ৩৫০।
তবে ক্রেতাদের অভিযোগ পুলিস প্রশাসন এবং সাংবাদিকদের ক্যামেরা দেখলেই বিক্রেতারা দাম কমিয়ে দেন। বিক্রেতাদের বক্তব্য আবহাওয়ার কারণে ফলন কম সে কারণে সবজির সরবরাহ ঠিকঠাক হচ্ছে না বলে নিচের দাম একটু বেশি। তবে আমাদেরও বেশি টাকা দিয়ে অল্প মাল এনে ব্যবসা করতে হচ্ছে। সমস্যায় আমরাও।