Sleeping Village: রহস্যে মোড়া এক আজব গ্রাম! হাঁটতে হাঁটতে-কাজের মাঝেই ঘুমিয়ে পড়ে সবাই...

SUDESHNA PAUL Sat, 24 Aug 2024-5:31 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ এক অদ্ভূত গ্রাম! এখানরকার মানুষ যখন-তখন ঘুমিয়ে পড়ে! এমনকি হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে মাঝপথেই আচমকা ঘুমিয়ে পড়েন। কিন্তু কেউ জানে না, কেন এরকমভাবে সবাই ঘুমিয়ে পড়ে!

কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিনও পেরিয়ে যায় ঘুমিয়ে। কিন্তু কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষ কেন এভাবে ঘুমিয়ে পড়ে, তার কারণ উদ্ধারে ব্যর্থ বিজ্ঞানীরাও।  

যাঁরা ঘুমিয়ে পড়েন, তাঁরা উঠে আর ঠিক করে বলতেও পারেন না যে কখন কোথায় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। কিছুই মনে থাকে না তাঁদের। 

এই ঘটনার পিছনে নানা মুনির নানা মত রয়েছে। কেউ মনে করছেন, গ্রামের বাতাসে কোনও টক্সিক পদার্থ বা গ্যাস মিশে রয়েছে, যারজন্য সবাই এরকম ঘুমিয়ে পড়ে।

কারও মতে আবার, কোনও ভাইরাসের কারণেও এই স্লিপিং ডিসঅর্ডার হয়ে থাকতে পারে। অথবা ওই গ্রামের সামগ্রিক মানসিক সমস্যাও হয়ে থাকতে পারে।

আবার কেউ বলছেন আবহাওয়ার কারণেও এমনটা হতে পারে। যার প্রভাব পড়ছে গ্রামবাসীদের জীবনে, তাঁদের কাজে ও অর্থনৈতিক অবস্থায়।

এখনও পর্যন্ত এই ঘুম-রোগের কোনও স্থায়ী সমাধান মেলেনি। বিজ্ঞানীরা এই অদ্ভূত ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link