সুখবর! বস্তি ভেঙে বহুতল নির্মাণ, আইন সংশোধনে অনুমোদন রাজ্যের
সুতপা সেন: কলকাতা ও হাওড়ার বস্তিবাসীদের জন্য সুখবর। বস্তি ভেঙে পাকা আবাস বা বহুতল নির্মাণের অনুমোদন দিল রাজ্য সরকার।
ঠিকা ভাড়াটে আইনের সংশোধন করতে চলেছে রাজ্য। সংশ্লিষ্ট আইনের সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। ভাড়াটে ও মালিকরা মিলিতভাবে অস্থায়ী আবাস ভেঙে বহুতল নির্মাণ করতে পারবেন।
বহুতল নির্মাণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন ভাড়াটেরা। অথবা রাজ্য সরকারের 'আমার বাড়ি' প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
তবে কোনও প্রমোটারকে দিয়ে আবাস নির্মাণ করা যাবে না বলে স্পষ্ট করেছেন কলকাতার মেয়র ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন প্রায় ৫০ লক্ষ বস্তিবাসী।