Smart Phones: বাজেট কম? ১০ হাজারের নীচে এই দুরন্ত মোবাইল ফোনগুলি আপনারই অপেক্ষায়!

Mon, 10 Oct 2022-5:21 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আতশ কাঁচ দিয়ে খুঁজেও এখন এমন মানুষ পাওয়া যাবে না, যার স্মার্ট ফোন নেই। বিশেষ করে অতিমারির পর থেকে ডিজিটালাইজেশনের যে জোয়ার এসেছে, তাতে কোন মানুষের কাছে স্মার্ট ফোন না থাকলে সে প্রতি মুহূর্তে অসুবিধার সম্মুখীন হবেই হবে। তাই অনেকে বাধ্য হয়েই স্মার্ট ফোনের ব্যবহার শুরু করেছেন। তবে, প্রযুক্তি যত উন্নত হয়েছে, মানুষের কাছে অপশন তত বেড়েছে। 

এখন ৪ জিবি RAM, ৬৪ জিবি স্টোরেজ ছাড়া ফোন কেনার যেন কোনও মানেই হয় না। তেমনই হাজার একটা ফিচার! কম করে ২ থেকে ৪ টে ক্যামেরা, ভাল প্রসেসর, আরও কত কী! কিন্তু সব কিছু পেতে গেলেই টান পড়ে যায় পকেটে। কিন্তু বাজারে এমন ১০টি ফোন রয়েছে যা মাত্র ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আর আপনার চাহিদাও পূরণ করবে।

১০ হাজার টাকার নীচে যে দশটি ফোন পাওয়া যাচ্ছে তার মধ্যে বেস্ট চয়েস হচ্ছে এই মডেলটি। ৬ জিবি  RAM ও ১২৮ জিবি স্টোরেজ। ৮ জিবি পর্যন্ত RAM ব্য়ুস্ট করা যাবে।

ক্যামেরা – রিয়ার বা ব্যাক ক্যামেরা ১৩ MP এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা,  

ব্যাটারি – ৫০০০ mAh ব্যাটারি সঙ্গে ১০ ওয়াটের ফাস্ট চার্জার,

প্রসেসর - MediaTek Helio G25 Octa-core processor; Up to 2.0 GHz clock speed,

দাম – ৯,৯৯৯ টাকা

এই ফোনটির মূল্য ৯ হাজারেরও কম। ৪ জিবি  RAM ও ১২৮ জিবি স্টোরেজ। ১০,০০০ টাকার থেকে কম দামে অন্যতম বেস্ট সেলার হচ্ছে এই ফোনটি।

ক্যামেরা – রিয়ার বা ব্যাক ক্যামেরা ৮ MP এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা,  

ব্যাটারি – ৫০০০ mAh ব্যাটারি সঙ্গে ১০ ওয়াটের ফাস্ট চার্জার,

প্রসেসর - Powerful Unisoc T612 processor for smooth day to day performance,

দাম – ৮,২৯৯ টাকা

এই ফোনটির মূল্যও বেশ কম। ৪ জিবি  RAM ও ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনটির ক্যামেরার ফিচার খুব ভালো। ক্যামেরা – এআই পোট্রেট ফিচারসহ ১৩+২ MP রিয়ার বা ব্যাক ক্যামেরা এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা,  

ব্যাটারি – ৫০০০ mAh ব্যাটারি সঙ্গে ১০ ওয়াটের ফাস্ট চার্জার,

প্রসেসর - Powerful Unisoc T612 processor for smooth day to day performance,

দাম – ৮,০৯৯ টাকা,

এই ফোনটির মূল্য সবথেকে কম। ২ জিবি  RAM ও ৩২ জিবি স্টোরেজ। বয়স্ক মানুষ বা স্কুলে পড়া যেসকল স্টুডেন্টদের ফোন দরকার, তাদের জন্য এটি ভালো ফোন।

ক্যামেরা – রিয়ার বা ব্যাক ক্যামেরা ৮ MP এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা  

ব্যাটারি – ৫০০০ mAh ব্যাটারি সঙ্গে ১০ ওয়াটের ফাস্ট চার্জার

প্রসেসর - Powerful Unisoc T612 processor for smooth day to day performance

দাম – ৮,২৯৯ টাকা

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link