Smartphones Under 20,000: স্মার্টফোন কিনবেন? ২০,০০০ এর নিচে এগুলোই সেরা...

Wed, 12 Apr 2023-7:58 pm,

সম্প্রতি বাজারে এসেছে Poco X4 Pro 5G।  ফোনটি ফ্ল্যাগশিপ কিলার হিসেবেও পরিচিত। দেখতে অনেকটাই Redmi Note 11 Pro+ 5G এর মতো হলেও বেশ কয়েকটি অত্যাধুনিক ফিচার রয়েছে এই ফোনে। ফোনে রয়েছে 6GB RAM এবং 64GB স্টোরেজ। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz, এবং টাচ স্যাম্পেলিং রেট 360Hz। স্ক্রিন প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে Gorilla Glass 5। ফোনের ভিতরে দেওয়া হয়েছে Snapdragon ৬৯৫ 5g প্রসেসর। ফোনে MicroSD কার্ড ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। এই ফোনে আরও দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বেস ভেরিয়েন্টে রয়েছে 4 GB RAM + 128 GB স্টোরেজ। Redmi Note 12 - এ রয়েছে 6.67 ইঞ্চি AMOLED 120 Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 4 Gen 1 চিপসেট। সঙ্গে পাবেন 6 GB RAM ও 128 GB স্টোরেজ। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 48 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে পাবেন 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। সেলফ ও ভিডিয়ো কলের জন্য রয়েছে 13 MP ক্যামেরা। 5,000 mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android ১২ অপারেটিং সিস্টেম। 

এই ফোনের ক্যামেরা বেশ ভালো। ফোনে পাবেন 64MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ একটি 16MP সেলফি সেন্সর। যা 1080p ভিডিও কোয়ালিটি দেয়। এই ফোন 2টি রং কালো ও নীল শেডে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ফুল-এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিনসাইজ 6.59 ইঞ্চি। এই ফোনে 5000mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। 33W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে এই ফোন। যা মাত্র ১৫ মিনিটের মধ্যে এই ফোনটিকে পুরো দিনের জন্য চার্জ করে দেয়। ফোনে 1TB সম্প্রসারণযোগ্য স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম 5G নেটওয়ার্ক রয়েছে ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটে চলে এই ফোন।

Realme 10 Pro 5G - তে Android 13 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন আপনি। এই ফোনে রয়েছে 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে পারেন 120 Hz রিফ্রেশ রেট। সঙ্গে রয়েছে 680 nits সর্বোচ্চ ব্রাইটনেস। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 695 চিপসেট। সঙ্গে 8 GB RAM ও 128 GB স্টোরেজ দিয়েছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। এতে আরও রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 108 MP Samsung HM6 সেন্সর। সঙ্গে 2 MP ডেপ্ত সেন্সর থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। ব্যাটারিও পেয়ে যাবেন 5,000 mAh। এই ফোনে আছে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, জাইরোস্কোপ, অ্যাকসিলারেশন সেন্স- এর মতো আরও প্রয়োজনীয় ফিচারস।

এই ফোনে রয়েছে একটি 108MP ক্যামেরা ও 67W দ্রুত চার্জিং ব্যাটারি। মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশের বেশি চার্জ হয়ে যায় এই ফোনে। 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এই ডিভাইস। এর বৈশিষ্টদের মধ্যে প্রথমটি হল,  6GB RAM + 128GB, দ্বিতীয়টি 8GB RAM + 128GB ও তৃতীয়টি 8GB RAM + 256GB-র। ফোনে আরও পাবেন একটি 5,000mAh ব্যাটারি। যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যার কারণে এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জ সাপোর্ট। তার সঙ্গে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

এই ফোনে রয়েছে 108 MP + 2 MP + 2 MP রেয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে পেয়ে যাবেন 16 MP সেলফি ক্যামেরা। তাছাড়া, এতে আছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। এই ফোনে আরও পাবেন 8GB RAM এবং 128GB স্টোরেজ, 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। তার সঙ্গে পাচ্ছেন 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 

নতুন এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। এই ডিভাইসে ৮ জিবি RAM ছাড়াও তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনে পাবেন বোকেহ, সুপার নাইট মোড। ফোন যাতে গরম না হয়, তাই ডিভাইসে দেওয়া হয়েছে পাঁচটি স্তরের 'লিকুইড কুলিং সিস্টেম'। ডুয়াল-সিম (Nano) ছাড়াও iQoo Z6 5G ফোন চলে Android 12 Funtouch অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট ও 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এই ফোনে পাবেন 6.58-ইঞ্চির ফুল-HD+ ডিসপ্লে। ফোনে 8GB পর্যন্ত সর্বোচ্চ LPDDR4X RAM ও অক্টাকোর স্ন্যাপড্রা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। যেখানে একটি ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL JN1 সেন্সর সহ ১.৮ লেন্স রয়েছে। ক্যামেরা সেটআপে একটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও একটি ২-মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। যদিও বোকেহ ক্যামেরাটি 6GB ও 8GB মডেলের সঙ্গেই পাওয়া যাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link