৩১এই পৃথিবী ছেড়ে চলে যান, জন্মদিনে ফিরে দেখা স্মিতা পাতিলের কিছু অদেখা ছবি
৭ ও ৮-এর দশকে বলিউডে হিন্দি ছবির দুনিয়ায় ঝড় তুলেছিলেন, পাশাপাশি মারাঠি ছবিতেও নিজের ছাপ রেখে গিয়েছেন। ১৭ অক্টোবর প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের জন্মবার্ষিকী।
১৯৫৫ সালে ১৭ অক্টোবর জন্ম হয় স্মিতা পাতিলের, মাত্র ৩১ বছর বয়সেই ১৯৮৬ সালে মৃত্যু হয় স্মিতা পাতিলের।
জানা যায়, সন্তান জন্মের পর তাঁর শারীরিক কিছু সমস্যা তৈরি হয়েছিল। সন্তান জন্মের ২ সপ্তাহ পরই মৃত্যু হয় স্মিতার।
চোখের জাদুতেই বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিলেন শ্যামবর্ণা নায়িকা স্মিতা পাতিল। ব্যতিক্রমী অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।
তবে অনেকেই হয়ত জানেন না অভিনয়ে আসার আগে ১৯৭০ সালে মুম্বই দুরদর্শনে সংবাদ পাঠিকা হিসাবে কাজ শুরু করেছিলেন স্মিতা পাতিল।
বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন, তবে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া 'ভূমিকা' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর হিসাবে জাতীয় পুরস্কার পান।