মাতৃত্বের ৯ মাস, `বেবি কিক`-এর ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী
মা হতে চলেছেন হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তথা স্মৃতি খান্না।
ইতিমধ্যেই স্মৃতির 'গোদ ভরাই'-এর অনুষ্ঠান হয়ে গিয়েছে। গর্ভবতী হওয়ার ৯ মাস ইতিমধ্যে পার করে ফেলেছেন স্মৃতি।
বাড়িতে নতুন অতিথি আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এখন শুধু সময় গুণেই কাটছে স্মৃতির।
এত আনন্দের মধ্যেও আতঙ্ক রয়েছেই। এই মুহূর্তে করোনার জন্য গোটা দেশে যে পরিস্থিতি, সেটাই স্মৃতির আতঙ্কের কারণ।
এই মুহূর্তে কিছুটা ভয়ে কিছুটা আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছেন স্মৃতি। নবজাতকের সুরক্ষাই এখন স্মৃতির কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন।
বেবি বাম্পের নানান ছবি পোস্ট করছেন স্মৃতি খান্না।
২০১৭ সালে অভিনেতা গৌতম গুপ্তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী স্মৃতি খান্না।
৯ মাসের গর্ভস্থ সন্তানে নড়াচড়া একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্মৃতি খান্না।