বরফে ঢাকা কেদারনাথ মন্দির, দেখুন সেই ছবি
কেদারনাথ মন্দির। চারধামের অন্যতম এই মন্দির। প্রতিবছর বহু তীর্থযাত্রী দর্শনে যান।
তবে সারা বছর এই মন্দির খোলা থাকে না। তুষারপাতের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত বন্ধ থাকে কেদারনাথ মন্দির।
এবছর ৯ নভেম্বর বন্ধ হয়ে গিয়েছে কেদারনাথ মন্দির। তার পর আজ, বুধবার তুষারে ঢাকল গোটা মন্দির। ছবি এএনআই-এর টুইটার থেকে প্রাপ্ত।
শুধু কেদারনাথ নয়, উত্তর ভারতের আরও কয়েক জায়গায় এদিন তুষারপাত হয়েছে। তার মধ্যে অন্যতম উত্তরাখণ্ডের ধানাউল্টি। এএনআই-এর টুইটার থেকে প্রাপ্ত।
তুষারে ঢেকেছে হিমাচল প্রদেশের শৈলশহর সিমলাও। এএনআই-এর টুইটার থেকে প্রাপ্ত।
ওই রাজ্যের কুলুও অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। বুধবার সকাল থেকে সেখানেও শুরু হয়েছে তুষারপাত। এএনআই-এর টুইটার থেকে প্রাপ্ত।
সকাল থেকেই তাই তুষারপাতের আনন্দে মেতেছেন পর্যটকরা। এএনআই-এর টুইটার থেকে প্রাপ্ত।