Snowfall in Darjeeling: পর্যটকেদের জন্য সুখবর, বর্ষবরণে তুষারপাতের আমেজ নিতে পারেন দার্জিলিংয়ে!

Fri, 29 Dec 2023-5:06 pm,

অয়ন ঘোষাল: বর্ষবরণে যাঁরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন বা গিয়েছেন, তাঁদের জন্য সুখবর। 

 

বছরের শেষদিন ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম ও দ্বিতীয় দিন ১ আর ২ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। আর উঁচু এলাকায় হতে পারে সামান্য তুষার পাত। 

 

শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। যার প্রভাবেই হতে পারে বৃষ্টি ও তুষারপাত। 

 

তবে দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে ১৫ ডিগ্রির নীচে কোনওভাবেই নামবে না রাতের তাপমাত্রা। অর্থাৎ জাঁকিয়ে শীত এই মুহূর্তে নেই। 

 

ওদিকে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি। বড়দিনের মতোই উষ্ণ নববর্ষ দক্ষিণে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link